Preaload Image

ইতমিনান পাবলিকেশন্স

ইতমিনান পাবলিকেশন্স একটি জ্ঞানভিত্তিক প্রকাশনা প্রতিষ্ঠান, যা বই, ই-বুক এবং অনলাইন কোর্সের মাধ্যমে পাঠকদের মানসম্মত ও হৃদয়ছোঁয়া কনটেন্ট প্রদান করে। আমরা বিশ্বাস করি—সঠিক জ্ঞানই আত্মউন্নয়নের প্রথম ধাপ।

hover-icon-1

শিক্ষক প্রশিক্ষণ

বর্তমান শিক্ষকগণ পড়াতে পারেন না অথবা তাদের দক্ষতার কমতি আছে এ বিষয়ে আমরা একমত নয় আমরা মনে করি। শিক্ষকগণ ধীরে ধীরে পড়ানোর আগ্রহ হারিয়ে ফেলছেন। অনেকে মনে করেন শিক্ষকতায় অনেক ঝামেলা, অনেক প্যারা, অন্য পেশায় এত ঝামেলা বা প্যারা নেই। অথচ তারা বুঝেন না প্যারা ছাড়া পৃথিবীতে কোন কাজ নেই। তাই শিক্ষকদেরকে পাঠদানে উৎসাহিত ও পড়ানোর বিভিন্ন পদ্ধতি নিয়ে সাজানো হয়েছে প্রাণবন্ত শিক্ষক প্রশিক্ষণ কোর্সটি।

hover-icon-1

ফিরে আসার পথ

ফিরে আসার পথ বইটি আপনাকে আপনার ব্রেন সম্পর্কে ব্যাপক ধারণ দিবে। যারা তথাকথিত ভালো ভালোবাসায় জড়িয়ে নিজের ক্যারিয়ারের বারোটা বাজাচ্ছে এই বই তার হৃদয়কে শান্ত করে দিবে।

hover-icon-3

পাঠ্য বই

প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আমাদের পাঠ্য বই রয়েছে। আমাদের যেহেতু প্রতিষ্ঠান রয়েছে এই বইগুলো আমরা আমাদের প্রতিষ্ঠানে এপ্লাই করি। তাই প্রয়োজন অনুসারে আমরা বইগুলো সংশোধন ও অভিভাবকের চাহিদা অনুযায়ী পরিবর্তন করে থাকি। আমাদের বইগুলো প্রায় ৩০০ প্লাস প্রতিষ্ঠানে পড়ানো হয়। সকালে উপকৃত হচ্ছে। *আমাদের পাঠ্য বইয়ের পাশাপাশি আপনি প্রশ্ন সিলেবাস ও শীতের নমুনা কপি সংগ্রহ করতে পারবেন। *যেকোনো বিষয়ে আমরা পরামর্শ দিব *প্রত্যেকটা বইয়ের পাঠদান পদ্ধতির ভিডিও কনটেন্ট সংগ্রহ করতে পারবেন

hover-icon-4

এস্তেদাদি কোর্স

পরিচালকদেরকে দক্ষ করে গড়ে তোলার জন্য ইস্তেদাতে কোর্স, যা তিনি নিজ স্থানে থেকে প্রয়োজনীয় বিষয় শিক্ষার সুযোগ পাবেন।

hover-icon-1

প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন

২ খন্ডের বই দুটি যে কোন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ' বাইবেল'। ২০ হাজার পরিচালক বই দুটি থেকে উপকৃত হয়েছে। এ বই পড়লে আপনার প্রতিষ্ঠানের শিক্ষক সংকট সহ বিভিন্ন সংকট দূর হবে। ইনশাআল্লাহ

hover-icon-5

পরিচালক কর্মশালা

পরিচালকদেরকে দক্ষ করে গড়ে তোলার জন্য আমাদের রয়েছে পরিচালক কর্মশালা। ইতিমধ্যে প্রায় ১৫০০ পরিচালক অফলাইনে আমাদের প্রশিক্ষণ টি করেছেন। তাদের অভিমত হলো এই প্রশিক্ষণ টি তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ। এখানে যেসব বিষয় শিখানো হয়; *প্রতিষ্ঠানের ছাত্রবৃদ্ধি ও দায়ী মুহতামিম হওয়ার কৌশল। *আকাবিরদের পথে নতুনত্বের সন্ধানে।

hover-icon-4

শিক্ষক ও ক্যারিয়ার

বইটি মূলত শিক্ষকদের শিক্ষাদানে আগ্রহী করে তোলে। অলস শিক্ষক যারা তারা বই পড়তে চায় না এইজন্যই তারা অলস। পরিচালকের উচিত এই বই পড়া এবং এটার তালিম চালু করা। আপনি যদি শিক্ষক হন আর শিক্ষকতার মাধ্যমে যদি সফলতা চান তাহলে এই বইটি আপনাকে অনেক সহযোগিতা করবে।

hover-icon-4

মাদ্রাসার ছাত্রদের প্যারেন্টিং কোর্স

বর্তমান সময়ের অভিভাবকগণ সন্তানকে হাফেজ আলেম বানাতে চান। কিন্তু তারা এই জার্নি সম্পর্কে অবগতন নয়। যার ফলে ভুল সিদ্ধান্ত নেন। এই কোর্সের মাধ্যমে অজানা এক পথে, অভিভাবক হাঁটার শক্তি পাবে।